অনলাইন নিউজ-
ময়মনসিংহে ত্রিশাল উপজেলায় পাইলিং করতে গিয়ে ঢাকা-ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লাখ লাখ টাকার গ্যাস বের হয়ে নষ্ট হচ্ছে।
সোমবার (২৪ জুন) সন্ধ্যায় জেলার ত্রিশাল উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। একটি কারখানার ভবন নির্মাণের পাইলিংয়ের সময় গ্যাসলাইনটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়।তিতাস গ্যাস কোম্পানির ডিজিএম নারায়ন চন্দ্র দে বলেন, ‘অত্যন্ত স্পর্শকাতর গ্যাসের সঞ্চালন লাইনের পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইনের মেরামত প্রক্রিয়াও অত্যন্ত জটিল। খুব দ্রুতই মেরামতের কাজ শুরু হবে। তবে কখন শেষ হবে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।ভোগান্তির মুখে পড়বে জনসাধারণ ।
 তিতাস গ্যাস সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত পাইলিংয়ের সময়
এদিকে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহে প্রভাব দেখা দিয়েছে। বিশেষ করে ভালুকা, ময়মনসিংহ নগরী, মুক্তাগাছা, শম্ভুগঞ্জ ও নেত্রকোনা এলাকায় গ্যাস সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটতে পারে বলে জানা গেছে।
 

 Reporter Name
																Reporter Name								 

























