ময়মনসিংহ , মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পৌরকর্মচারীদের কর্মবিরতি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার টয়লেট ব্লকের জায়গা দখলে বাধা দেয়ায় দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে পৌরসভায় কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পৌরসভার কর্মচারীরা। এতে করে নাগরিক সেবা নিতে ভোগান্তির শিকার হন শহরবাসী।

সৈয়দপুর পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও হিসাবরক্ষক আবু তাহের জানান, সৈয়দপুর পৌরসভার গোয়ালপাড়ায় কলাহাটি এলাকায় পৌরসভার একটি পাবলিক টয়লেট ব্লক রয়েছে। ওই ব্লকটির জায়গা ব্যবসায়ী পরিচয়ে কিছু অসাধু ব্যক্তি দখল করে নেয়। সেখানে রোববার (১৭ আগস্ট) রাতে দোকানঘর নির্মাণের উদ্যোগ নেন তারা।

খবর পেয়ে পৌরকর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে পৌর সম্পত্তি দখলে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পৌরসভার সহকারী কর আদায়কারী সুজন শাহ ও যানবাহন পরিদর্শক মোকছেদ আলীকে বেদম মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নুর-ই আলম সিদ্দিকী বলেন, ‘দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। দায়িত্ব পালন করতে গিয়ে কাউকে গুরুতর আহত করা আইন অমান্যের মধ্যে পড়ে।’
এ দিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার শহরে বিক্ষোভ মিছিল বের করেন পৌর কর্মচারীরা। পরে অনুষ্ঠিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন: সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, হিসাবরক্ষক আবু তাহের, কর নির্ধারক মো. নাদিম, যানবাহন শাখার কর্মচারী মো. জুয়েল প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

পৌরকর্মচারীদের কর্মবিরতি

আপডেট সময় ০৯:৩৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার টয়লেট ব্লকের জায়গা দখলে বাধা দেয়ায় দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে পৌরসভায় কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পৌরসভার কর্মচারীরা। এতে করে নাগরিক সেবা নিতে ভোগান্তির শিকার হন শহরবাসী।

সৈয়দপুর পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও হিসাবরক্ষক আবু তাহের জানান, সৈয়দপুর পৌরসভার গোয়ালপাড়ায় কলাহাটি এলাকায় পৌরসভার একটি পাবলিক টয়লেট ব্লক রয়েছে। ওই ব্লকটির জায়গা ব্যবসায়ী পরিচয়ে কিছু অসাধু ব্যক্তি দখল করে নেয়। সেখানে রোববার (১৭ আগস্ট) রাতে দোকানঘর নির্মাণের উদ্যোগ নেন তারা।

খবর পেয়ে পৌরকর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে পৌর সম্পত্তি দখলে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পৌরসভার সহকারী কর আদায়কারী সুজন শাহ ও যানবাহন পরিদর্শক মোকছেদ আলীকে বেদম মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নুর-ই আলম সিদ্দিকী বলেন, ‘দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। দায়িত্ব পালন করতে গিয়ে কাউকে গুরুতর আহত করা আইন অমান্যের মধ্যে পড়ে।’
এ দিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার শহরে বিক্ষোভ মিছিল বের করেন পৌর কর্মচারীরা। পরে অনুষ্ঠিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন: সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, হিসাবরক্ষক আবু তাহের, কর নির্ধারক মো. নাদিম, যানবাহন শাখার কর্মচারী মো. জুয়েল প্রমুখ।