এর আগে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়। গত সোমবার (১৮ আগস্ট) শেষদিন থাকলেও তা বাড়িয়ে গত মঙ্গলবার (১৯ আগস্ট) করা হয়। এদিকে গত সোমবার (১৮ আগস্ট) সবার আগে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।আজ বুধবার শেষ দিনে চূড়ান্ত প্যানেল ঘোষণা করতে পারে ছাত্রদল।
এরপর একদিন বাড়িয়ে ১৯ আগস্ট পর্যন্ত ফরম সংগ্রহের সময় বাড়ানো হয়। মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখও একদিন বাড়িয়ে ২০ আগস্ট করা হয়। এরপর যাচাই-বাছাই শেষে আগামীকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১টার সময় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।