সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহালের রায় বাতিল এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচিতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আজ শনিবার (৬ জুলাই) সকাল ১১টায় শিক্ষার্থীরা স্বাধীনতা চত্বরে জড়ো হতে থাকেন। এরপর স্বাধীনতা চত্বরে থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ধরে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।মিছিলটি ঢাকা-পাবনা মহাসড়কে গিয়ে শেষ হয়। এরপর শিক্ষার্থী এক ঘণ্টা ধরে সেখানে অবস্থান করেন। এ সময় ব্যানার-পোস্টার হাতে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। দুপুর সাড়ে ১২টায় তারা সড়ক অবরোধ ছাড়েন।আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘বৈষম্যমূলক কোটার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। শিক্ষার্থীরা ইতিপূর্বেও সব অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছেন। যে বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্য আমরা মেনে নেব না।’তারা আরো বলেন, ‘আমরা কোটাব্যবস্থা বাতিল চাই না, কোটার সংস্কার চাই।