নওগাঁয় একটি নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। ওই কারখানায় লাইসেন্স ছাড়াই পশুখাদ্য ও ওষুধ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। অভিযানের পর কারখানাটির পরিচালককে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ৩০ হাজার টাকা জরিমানার পাশাপাশি কারখানাটি সিলগালা করা হয়েছে।
গত রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। এতে সহায়তা করেন উপজেলা প্রাণিসম্পদ বিভাগ, ওষুধ প্রশাসন, পোরশা থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভেজাল ও মানহীন ওষুধ নিয়ে এর আগে গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। এরই সূত্র ধরে জেলার পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বাঙালপাড়ায় অনুমোদনবিহীন একটি নকল মেডিসিন কারখানার সন্ধান মেলে। কারখানাটিতে লাইসেন্স ছাড়াই পশুখাদ্য ও ওষুধ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। বিশেষ অভিযানে ‘ভিলেজ এগ্রোভেট’ নামের প্রতিষ্ঠানের পরিচালক রবিউল আউয়ালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে কারখানার সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং বিপুল পরিমাণ মানহীন পশুখাদ্য, ওষুধ ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘লাইসেন্স ও অনুমোদন ছাড়া পশুখাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।’

ডিজিটাল রিপোর্ট 
























