ময়মনসিংহ , বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আওয়ামী আমলের জাল ভোটের ভিডিওকে ডাকসু নির্বাচনের বলে অপপ্রচার শনাক্ত করলো বাংলাফ্যাক্ট

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৫০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাল ভোট হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভুয়া ভিডিও শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

লাফ্যাক্ট জানায়, এটি আসলে আওয়ামী লীগ আমলে ২০২৪ সালে ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোটদানের ঘটনার ভিডিও।

বাংলাফ্যাক্ট জানায়, ইন্টারনেটে ছড়ানো ভিডিওতে দাবি করা হয়— ডাকসু ও হল সংসদ নির্বাচনে ইচ্ছেমতো প্রকাশ্যে ব্যালটে সিল মেরে নিচ্ছে। কিন্তু যাচাই করে দেখা গেছে, ভিডিওটি ডাকসুর নয়। প্রকৃতপক্ষে ভিডিওটিতে দেখা যায়, ২০২৪ সালের ৫ জুন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের সময় একজন ব্যক্তি একাই একাধিক ব্যালটে সিল মারেন।
 
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে  ‘News24Narayanganj’ নামে একটি ফেসবুক পেইজে ২০২৪ সালের ৫ জুন প্রকাশিত একটি ভিডিওতে একই দৃশ্য পাওয়া যায়। সেখানে শিরোনামেই উল্লেখ ছিল, এটি ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে এক ভোটারের একাধিক ব্যালটে সিল মারার ঘটনা।
এছাড়া, প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করলে ওইদিনের ঘটনায় গণমাধ্যম প্রতিষ্ঠান ঢাকা পোস্ট-এ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সেদিন ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে বিভিন্ন কেন্দ্র থেকে পুলিশ ছয়জনকে আটক করে।
 
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ২০২৪ সালের ৫ জুন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকালে জাল ভোটসহ নানা অনিয়মের খবর প্রথম আলো, বিডিনিউজ টুয়েন্টিফোরসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
 
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম আরো জানায়, ওই জাল ভোটদানের ভিডিওকে ডাকসু নির্বাচনের দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।
 
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে বাংলাফ্যাক্ট।
  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী আমলের জাল ভোটের ভিডিওকে ডাকসু নির্বাচনের বলে অপপ্রচার শনাক্ত করলো বাংলাফ্যাক্ট

আপডেট সময় ১১:৫০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাল ভোট হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভুয়া ভিডিও শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

লাফ্যাক্ট জানায়, এটি আসলে আওয়ামী লীগ আমলে ২০২৪ সালে ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোটদানের ঘটনার ভিডিও।

বাংলাফ্যাক্ট জানায়, ইন্টারনেটে ছড়ানো ভিডিওতে দাবি করা হয়— ডাকসু ও হল সংসদ নির্বাচনে ইচ্ছেমতো প্রকাশ্যে ব্যালটে সিল মেরে নিচ্ছে। কিন্তু যাচাই করে দেখা গেছে, ভিডিওটি ডাকসুর নয়। প্রকৃতপক্ষে ভিডিওটিতে দেখা যায়, ২০২৪ সালের ৫ জুন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের সময় একজন ব্যক্তি একাই একাধিক ব্যালটে সিল মারেন।
 
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে  ‘News24Narayanganj’ নামে একটি ফেসবুক পেইজে ২০২৪ সালের ৫ জুন প্রকাশিত একটি ভিডিওতে একই দৃশ্য পাওয়া যায়। সেখানে শিরোনামেই উল্লেখ ছিল, এটি ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে এক ভোটারের একাধিক ব্যালটে সিল মারার ঘটনা।
এছাড়া, প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করলে ওইদিনের ঘটনায় গণমাধ্যম প্রতিষ্ঠান ঢাকা পোস্ট-এ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সেদিন ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে বিভিন্ন কেন্দ্র থেকে পুলিশ ছয়জনকে আটক করে।
 
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ২০২৪ সালের ৫ জুন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকালে জাল ভোটসহ নানা অনিয়মের খবর প্রথম আলো, বিডিনিউজ টুয়েন্টিফোরসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
 
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম আরো জানায়, ওই জাল ভোটদানের ভিডিওকে ডাকসু নির্বাচনের দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।
 
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে বাংলাফ্যাক্ট।