শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশার চাপায় আতিকুর রহমান আতিক (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিক নালিতাবাড়ী উপজেলার উত্তর গড়কান্দা গোনাপাড়া গ্রামের কফিল উদ্দীনের ছেলে। সে স্থানীয় বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে টিফিনের সময় আতিক নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে টিফিনের খাবার ক্রয় করতে আসে। এ সময় আট আসনের একটি অটোরিকশা হঠাৎ তার ওপর উঠে গেলে গুরুতর আহত হয় সে। দুর্ঘটনার পরপরই চালক অটোরিকশাটি ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় সেখান থেকে ঢাকায় নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লাইসেন্স বিহীন অপ্রশিক্ষণ চালকের দ্বারা এই রকম দূর ঘটনা হরহামেশাই ঘটছে। এলাকা বাসী কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।