টাঙ্গাইল সদর উপজেলায় জিকো ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় কর্মায়নের সার্বিক ব্যবস্থাপনায় ‘বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল’ এর বিনামূল্যে উন্নত চক্ষু চিকিৎসা কর্মসূচী নিউ বয়েজ ক্লাবের স্থানীয় সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (প্রকল্প -১) জনাব মোঃ আনোয়ার হোসেন, উপস্থিত ছিলেন কর্মায়নের নির্বাহী পরিচালক জনাব আরশেদ আলী রাসু, উপস্থিত ছিলেন সরকারি এম এম আলী কলেজ এর প্রিন্সিপাল জনাব মোঃ দেলোয়ার হোসেন, উপস্থিত ছিলেন বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল এর ম্যানেজার এইচআর এডমিন, জনাব বাদল শাহ্ শুভন আরো উপস্থিত ছিলেন কর্মায়নের সহকারী পরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম এবং অগ্ৰযাত্রা টেলিভিশন এর স্টাফ রিপোর্ট জনাব মোঃ মারুফ রানা রনি।বিশেষ ক্যাম্পটি পরিচালনা করেছে কর্মায়ন। জিকো ফাউন্ডেশন এর অর্থায়নে এই কর্মসূচীতে শত শত দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং উন্নত চিকিৎসা সেবা পেয়েছেন ।
শনিবার, ২৭শে সেপ্টেম্বর টাঙ্গাইল সদর অলোয়া তারিণী নিউ বয়েজ ক্লাব প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এখানে চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও পরামর্শের পাশাপাশি অপারেশনের প্রয়োজন আছে এমন রোগীদের জন্য অপারেশনেরও ব্যবস্থা করা হবে । সেবা নিতে আসা মানুষদের মাঝে ব্যাপক সাড়া দেখা যায়।
কর্মায়ন এর কর্মকর্তারা জানান, এই ক্যাম্পের মূল লক্ষ্য ছিল সমাজের সেই সব দরিদ্র ও অসহায় মানুষের কাছে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া, যারা অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না। ভবিষ্যতে এ ধরনের আরও ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে তারা জানিয়েছেন।
চিকিৎসকে এই ক্যাম্পের উদ্দেশ্য জিজ্ঞাস করলে তিনারা বলেন।
আমাদের মূল উদ্দেশ্য হল গ্রামের গরীব এবং অসহায় মানুষের কাছে উন্নত মানের চক্ষু সেবা পৌঁছে দেওয়া। যাতে করে তারা বিনা পয়সায় চোখের চিকিৎসা সেবা পায়। আমরা এখানে চোখ পরীক্ষা, পরামর্শ এবং ছানি অপারেশনের ব্যবস্থা করছি।