গালাগালিতে নিজেকে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ দাবি করে বাংলা সংগীতের ‘যুবরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেছেন, তিনি তার সন্তানদের সবার আগে গালি শিখিয়েছেন, কেননা বাংলাদেশে গালি জানাটা অপরিহার্য।
সম্প্রতি নিউ ইয়র্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ‘ঠিকানা’য় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের বিশেষ শোয়ে নিজের ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেন আসিফ। সাক্ষাৎকারে ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদের এক প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘আমি খুব সাংগঠনিক একজন মানুষ। মানুষ মনে করেন আমি মেজাজি, উশৃঙ্খল, পাগল টাইপের। কিন্তু আমি খুব সাংগঠনিক। আমাকে কোনোদিন নির্ধারিত সময়ের পরে পাওয়া যাবে না। সাড়ে ৮টা মানে সাড়ে ৮টা।’
এই তারকা যোগ করেন, ‘যতক্ষণ সে আমার কথাগুলো বুঝে না ততক্ষণ সে আমাকে গালি দেয়। গালি দিলে তারই গুনাহ হয়। গালি তো আমিও দেই। গালি দেওয়ার ক্ষেত্রে আমার চাইতে অভিজ্ঞ লোক বাংলাদেশে আছে বলে মনে হয় না। গালাগালিতে আমিও যথেষ্ট পরিমাণ ভালো। আমার ছেলেদেরকে প্রথমে গালি শিখিয়েছি। কারণ বাংলাদেশে গালি লাগে।’
প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাষ্ট্রে সংগীত সফরে গেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। গত ২৮ আগস্ট মার্কিন মুলুকে পৌঁছান আসিফ ও তার দল ‘দি এ টিম’। সেখানে প্রবাসী বাংলাদেশীদের গানের সুরে মাতিয়েছেন এই গায়ক।