ময়মনসিংহ , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দেবব্রতকে পীড়া দিচ্ছে তামিমের অনুপস্থিতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে প্রতিদিনই নতুন আলোচনার জন্ম হচ্ছে। এই আলোচনায় এবার মুখ খুললেন ক্যাটাগরি-৩ থেকে পরিচালক পদপ্রার্থী দেবব্রত পাল। তিনি বলেছেন, তামিম ইকবালের অনুপস্থিতি ব্যক্তিগতভাবে তাকে কষ্ট দিয়েছে। তার মতে, এ ধরনের পরিস্থিতি কখনোই কাম্য হতে পারে না। দেশের ক্রিকেটে দীর্ঘদিন অবদান রাখা তামিমকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এবং নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়টি অনভিপ্রেত ও ক্রিকেট পরিবারকে বিভক্ত করছে।

দেবব্রত পাল মনে করেন, বিসিবি নির্বাচনের পরিবেশ আরও সুন্দর, শান্তিপূর্ণ ও স্বচ্ছ হওয়া প্রয়োজন। গতকাল তিনি বলেছেন, ‘বিভিন্ন কাউন্সিলরদের কাছ থেকে অপ্রীতিকর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। ক্যাটাগরি-৩ এ রয়েছেন সাবেক সনামধন্য ক্রিকেট ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ডের প্রতিনিধিসহ বিভিন্ন সেবাখাতের প্রাজ্ঞ ব্যক্তিরা। আমি চাই, তারা প্রলোভনমুক্ত থেকে নিরপেক্ষভাবে ভোট দিতে পারেন। এ জন্য বিসিবির কাছে আমার অনুরোধ, একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে।’

নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে দেবব্রত বলেছেন, ‘আমি খেলোয়াড়ি জীবনের পরও ক্রিকেটের সঙ্গেই আছি। কাউন্সিলরদের বলেছি, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে আমি আলোর সহযাত্রী হতে চাই।’ তিনি মনে করেন, টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশের ক্রিকেট যে জায়গায় পৌঁছানোর কথা ছিল, সেখানে পৌঁছাতে পারেনি। উদাহরণ হিসেবে তিনি আফগানিস্তানের অগ্রগতির কথা তুলে ধরেন, যারা নানা রাজনৈতিক প্রতিবন্ধকতা সত্ত্বেও বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান শক্ত করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেবব্রতকে পীড়া দিচ্ছে তামিমের অনুপস্থিতি

আপডেট সময় ১২:০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে প্রতিদিনই নতুন আলোচনার জন্ম হচ্ছে। এই আলোচনায় এবার মুখ খুললেন ক্যাটাগরি-৩ থেকে পরিচালক পদপ্রার্থী দেবব্রত পাল। তিনি বলেছেন, তামিম ইকবালের অনুপস্থিতি ব্যক্তিগতভাবে তাকে কষ্ট দিয়েছে। তার মতে, এ ধরনের পরিস্থিতি কখনোই কাম্য হতে পারে না। দেশের ক্রিকেটে দীর্ঘদিন অবদান রাখা তামিমকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এবং নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়টি অনভিপ্রেত ও ক্রিকেট পরিবারকে বিভক্ত করছে।

দেবব্রত পাল মনে করেন, বিসিবি নির্বাচনের পরিবেশ আরও সুন্দর, শান্তিপূর্ণ ও স্বচ্ছ হওয়া প্রয়োজন। গতকাল তিনি বলেছেন, ‘বিভিন্ন কাউন্সিলরদের কাছ থেকে অপ্রীতিকর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। ক্যাটাগরি-৩ এ রয়েছেন সাবেক সনামধন্য ক্রিকেট ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ডের প্রতিনিধিসহ বিভিন্ন সেবাখাতের প্রাজ্ঞ ব্যক্তিরা। আমি চাই, তারা প্রলোভনমুক্ত থেকে নিরপেক্ষভাবে ভোট দিতে পারেন। এ জন্য বিসিবির কাছে আমার অনুরোধ, একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে।’

নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে দেবব্রত বলেছেন, ‘আমি খেলোয়াড়ি জীবনের পরও ক্রিকেটের সঙ্গেই আছি। কাউন্সিলরদের বলেছি, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে আমি আলোর সহযাত্রী হতে চাই।’ তিনি মনে করেন, টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশের ক্রিকেট যে জায়গায় পৌঁছানোর কথা ছিল, সেখানে পৌঁছাতে পারেনি। উদাহরণ হিসেবে তিনি আফগানিস্তানের অগ্রগতির কথা তুলে ধরেন, যারা নানা রাজনৈতিক প্রতিবন্ধকতা সত্ত্বেও বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান শক্ত করেছে।