ময়মনসিংহ , বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইসিটি মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে বললেন তথ্য উপদেষ্টা আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল বললেন তামিম প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে সহযোগিতা করেছে বললেন দুদু কেনাকাটায় ৪ কোটি টাকার অনিয়ম,পশ্চিমাঞ্চল রেল ভবনে দুদকের অভিযান সংস্কার হলে শ্রম খাতের ব্যাপক পরিবর্তন আসবে বললেন শ্রম উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৮২ জনের চাকরির সুযোগ ২৮ জনকে হত্যায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রামপুরায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আবারও বৈঠকে বসছে কমিশন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গুলিতে নিহত বিএনপি কর্মীর শরীরে ১০ আঘাত, কিলিং মিশনে ছিল ছয় জন চট্টগ্রামে

চট্টগ্রামের হাটহাজারীতে নিহত বিএনপি কর্মী আবদুল হাকিমের (৫২) শরীরে ১০টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের সুরতহাল রিপোর্টে এসব আঘাতের বিষয়টি উল্লেখ রয়েছে। তবে সবগুলো আঘাত গুলিবিদ্ধ কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তথ্যে জানা গেছে, হামলায় অংশ নেয় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন মুখোশধারী যুবক। প্রতিটি মোটরসাইকেলে দুজন করে ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মুখোশধারী কয়েকজন তার গাড়ি থামিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। একাধিক গুলি প্রাইভেটকারের গ্লাস ভেদ করে হাকিমের শরীরে লাগে। এ সময় গাড়ির ভেতরে থাকা আরও একজন গুলিবিদ্ধ হন। পরে দুজনকেই উদ্ধার করে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন।

এদিকে আবদুল হাকিম নিহতের খবর ছড়িয়ে পড়লে রাউজান উপজেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম–কাপ্তাই ও চট্টগ্রাম–রাঙামাটি সড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তারা হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার বলেন, ‘আবদুল হাকিমের বিএনপিতে কোনো পদ না থাকলেও তিনি নিয়মিত রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং মিছিল–মিটিংয়ে অংশ নিতেন। রাউজানের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন তিনি। তার হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

রাউজান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহম্মদ বলেন, ‘আবদুল হাকিম ছিলেন বিএনপির সক্রিয় কর্মী ও ব্যবসায়ী। এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’

হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় মুখোশধারী কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে হাকিমের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না

গুলিতে নিহত বিএনপি কর্মীর শরীরে ১০ আঘাত, কিলিং মিশনে ছিল ছয় জন চট্টগ্রামে

আপডেট সময় ১২:১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে নিহত বিএনপি কর্মী আবদুল হাকিমের (৫২) শরীরে ১০টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের সুরতহাল রিপোর্টে এসব আঘাতের বিষয়টি উল্লেখ রয়েছে। তবে সবগুলো আঘাত গুলিবিদ্ধ কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তথ্যে জানা গেছে, হামলায় অংশ নেয় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন মুখোশধারী যুবক। প্রতিটি মোটরসাইকেলে দুজন করে ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মুখোশধারী কয়েকজন তার গাড়ি থামিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। একাধিক গুলি প্রাইভেটকারের গ্লাস ভেদ করে হাকিমের শরীরে লাগে। এ সময় গাড়ির ভেতরে থাকা আরও একজন গুলিবিদ্ধ হন। পরে দুজনকেই উদ্ধার করে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন।

এদিকে আবদুল হাকিম নিহতের খবর ছড়িয়ে পড়লে রাউজান উপজেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম–কাপ্তাই ও চট্টগ্রাম–রাঙামাটি সড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তারা হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার বলেন, ‘আবদুল হাকিমের বিএনপিতে কোনো পদ না থাকলেও তিনি নিয়মিত রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং মিছিল–মিটিংয়ে অংশ নিতেন। রাউজানের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন তিনি। তার হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

রাউজান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহম্মদ বলেন, ‘আবদুল হাকিম ছিলেন বিএনপির সক্রিয় কর্মী ও ব্যবসায়ী। এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’

হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় মুখোশধারী কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে হাকিমের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।