বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিষাক্ত মদপানে অসুস্থ চারজনের মৃত্যু হয়েছে। মদপানের ঘটনায় অসুস্থ পাঁচজনের মধ্যে এ নিয়ে চারজনই মারা গেলেন। তাছাড়া রঞ্জু মিয়া নামে আরও আইসিইউতে চিকিৎসাধীন।
গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান ওরফে লিটন (৫৫), যিনি বেজোড়া মধ্যপাড়ার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে নাছিদুল ইসলাম (২৭), শুক্রবার দুপুর ১২টায় আবদুল মানিক (৩০) ও বিকেল সাড়ে ৪টার দিকে আব্দুল্লাহেল কাফি (৩০) নামের তিনজন মারা যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২ অক্টোবর রাতে বেজোড়া মধ্যপাড়ার মিজানুর রহমান, নাছিদুল ইসলাম, আবদুল্লাহেল কাফি, রঞ্জু মিয়া ও আবদুল মানিক একসঙ্গে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত নাছিদুল ইসলামের মা নাছরিন বেগম জানান, মদ্যপানের পর নাছিদুল অসুস্থ হয়ে পড়েন। রাত ১১টার দিকে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানায়, বিষাক্ত মদ খেয়ে নাছিদুলের কিডনি বিকল হয়ে গিয়েছে। ডায়ালাইসিস সেবা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বিষাক্ত মদপানে মোট চারজনের মৃত্যু হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রঞ্জু মিয়ার অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।