মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আজ রোববার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের শিক্ষকরা।
জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে আমরা অপ্রতুল ও অবাস্তব মনে করি। আমাদের দাবি না মানা হলে আজ সন্ধ্যার মধ্যেই সারাদেশে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে।’
তিনি আরও জানান, ‘আজকের কর্মসূচি শিক্ষকদের ঐক্যবদ্ধ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।’
সরকার পক্ষ থেকে দাবি পূরণে কোনো প্রজ্ঞাপন না এলে “লাগাতার অবস্থান কর্মসূচি” শুরু করারও ঘোষণা দিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনেই বিক্ষোভ সমাবেশ করেছিল সংগঠনটি। তখন তারা সর্বজনীন বদলি ব্যবস্থা চালু ও ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছিল।
পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরগুলোতে শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়।