বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের পশুপালন অনুষদের ইন্টার্নশিপ শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
জানা যায়, ইন্টার্নশিপ প্রোগ্রামের অংশ হিসেবে তিনি গত ৫ আগস্ট থেকে থাইল্যান্ডে অবস্থান করছিলেন। সেখানে গত ১৪ অক্টোবর সড়ক দুর্ঘটনায় সাঈদসহ বাকৃবির আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে সেখানে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক কোনো সমস্যা না থাকায় সুস্থ অবস্থায় সাঈদকে গত শুক্রবার ১৭ অক্টোবর তারিখ দেশে নিয়ে আসা হয়।
তার বড় ভাই জানান ,গত রাত ১ টা পর্যন্ত ল্যাপটপে সাঈদ তার শিক্ষাকার্যক্রম চালান এবং আনুমানিক রাত সাড়ে ৩ টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Reporter Name 

























