ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু।
ময়মনসিংহ জেলার ফুলপুরে পুকুরে পড়ে 3 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল দুই টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত শিশুটি উপজেলার ৫ নং ফুল পুর ইউনিয়নের বনগাঁও মধ্যে বাড়ি গ্রামের রেজাউল হক পুত্র। শিশুর মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে । তার পিতা-মাতা বার বার মুর্ছা যাচ্ছেন।
এব্যাপারে জানা যায়,আজ বৃহস্পতিবার দুপুর দুই টাই তিন বছরের শিশু মোঃ মিহাল ইসলাম বাড়ির বাহিরে উঠানে চলে আসে এবং সেখানে খেলা করছিল। এরপর তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পিতা রেজাউল হক বাড়ির পাশে পুকুরে শিশু নিহালের লাশ পানির উপর ভেসে থাকতে দেখে। সাথে সাথে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার ও স্থানীয়দের ধারনা শিশু নিহালের খেলার ছলে হয়ত বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। আর পানিতে ডুবে সেখানেই তার মৃত্যু হয়েছে। সংবাদটি পৌছলে পরিবারের সদস্যগন সহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।