দীর্ঘ অপেক্ষা আর আশার প্রতীক্ষার পর অবশেষে সুখবর পেলেন দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। অন্তর্বর্তী সরকার এক হাজার ৮৯টি ইবতেদায়ি মাদ্রাসাকে ‘শর্তসাপেক্ষে’ এমপিওভুক্ত করার সিদ্ধান্ত দিয়েছে।
তবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় চলতি সপ্তাহে প্রজ্ঞাপন জারি করা সম্ভব হচ্ছে না। তিনি দেশে ফিরলেই আগামী সপ্তাহের শুরুতে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
বিভাগের যুগ্ম সচিব (মাদ্রাসা অনুবিভাগ) এস এম মাসুদুল হক গণমাধ্যমকে বলেন, “স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিও ফাইলে প্রধান উপদেষ্টার সই হয়েছে। শিক্ষা উপদেষ্টা দেশে ফিরলেই আমরা দ্রুত প্রজ্ঞাপন প্রকাশ করব।”
এর আগে গত ২৮ জানুয়ারি অন্তর্বর্তী সরকার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার ঘোষণা দিয়েছিল। কিন্তু নীতিমালা প্রকাশের পরও তা বাস্তবায়নে বিলম্ব হওয়ায় শিক্ষকরা আন্দোলনে নামেন। টানা ২২ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।
আন্দোলনরত শিক্ষকদের একজন বলেন, “আমরা বহু বছর ধরে এই ন্যায্য দাবির জন্য সংগ্রাম করছি। অবশেষে সরকার আমাদের কথা শুনেছে, এটা আমাদের জন্য এক বিশাল স্বস্তির খবর।”
শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক শিক্ষায় ইবতেদায়ি মাদ্রাসাগুলোর অবস্থান আরও শক্তিশালী হবে। পাশাপাশি দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে সহস্রাধিক শিক্ষক-কর্মচারীর জীবনে। আগামী সপ্তাহেই প্রজ্ঞাপন জারি হলে ইবতেদায়ি শিক্ষকদের এই আন্দোলনের সফল পরিসমাপ্তি ঘটতে পারে বলে আশা করা হচ্ছে।

																অনলাইন ডেস্ক								 





















