গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে মৃত একটি দল। তার মতে, আগামী ৫০ বছরেও দেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনরুত্থানের কোনো সম্ভাবনা নেই। সোমবার (১০ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপি-জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তার তুলনায় বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের কর্মীরা অনেক ভালো আছেন। তাই তাদের শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
গণঅধিকার পরিষদের সভাপতি ভবিষ্যৎ রাজনীতির চিত্র তুলে ধরে বলেন, “আমরা এমন এক নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো ক্ষমতালোভী খুনি শাসক তৈরি হবে না, থাকবে না ফ্যাসিবাদের ছায়া। সেই দেশে মানুষ থাকবে ভয়মুক্ত চিত্তে, প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা, দায়িত্ববোধ ও দরদের রাজনীতি।”

অনলাইন ডেস্ক 
























