ময়মনসিংহ , বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিসিবি সভাপতি বুলবুল সংবাদকর্মীদের কাছে ক্ষমা চাইলেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০২:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত দুই দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া ও নির্ধারিত সময়ে প্রবেশের সুযোগ না দেওয়ায় ক্ষুব্ধ সংবাদকর্মীরা সংবাদ সম্মেলন বর্জন করেছিলেন। 

সেই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে আখ্যা দিয়ে বুধবার (১২ নভেম্বর) এক ভিডিওবার্তায় সাংবাদিকদের কাছে বিসিবির পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

৯ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি গণমাধ্যমকর্মীদের সংবাদ সম্মেলনে আহ্বান জানালেও, সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের কোনো আয়োজনেই প্রবেশের বা ফুটেজ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।

চারটায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও ৪টা ৪০-এর পর সাংবাদিকদের ভেতরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়, যার ফলে ক্ষুব্ধ সাংবাদিকরা সম্মেলন বর্জন করেন।

ঘটনার দুই দিন পর আজ এক ভিডিওবার্তায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্ষমা চেয়ে বলেন, ‘গত ১০ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল… যখন বাইরে এসে দেখলাম যে আপনাদের উপযুক্ত সম্মান জানানো হয়নি এবং আপনাদের আমন্ত্রণ জানানোর পরও যে ধরণের আমন্ত্রণ রক্ষার কাজ ছিল আমাদের ক্রিকেট বোর্ডের বা আমার, আমরা সেটায় ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’

এ সময় তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন। তিনি বলেন, ‘তবে এটাও আপনাদের কথা দিচ্ছি যে, আমাদের কোন ডিপার্টমেন্টের কারণে এই ব্যর্থতা এসেছে, সেটা আমরা তদন্ত করব এবং যথাযথ ব্যবস্থা নেব।’

তিনি আরও যোগ করেন, ‘এই ক্রিকেটের উন্নয়নে এবং এগিয়ে যাওয়ার অন্যতম বড় একটা স্টেকহোল্ডার হচ্ছেন আপনারাও। ভুল আমরা করেছি, ভবিষ্যতে আমরা চেষ্টা করব এ ধরনের ভুল আর না করতে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সকলই মিলে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসিবি সভাপতি বুলবুল সংবাদকর্মীদের কাছে ক্ষমা চাইলেন

আপডেট সময় ০২:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত দুই দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া ও নির্ধারিত সময়ে প্রবেশের সুযোগ না দেওয়ায় ক্ষুব্ধ সংবাদকর্মীরা সংবাদ সম্মেলন বর্জন করেছিলেন। 

সেই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে আখ্যা দিয়ে বুধবার (১২ নভেম্বর) এক ভিডিওবার্তায় সাংবাদিকদের কাছে বিসিবির পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

৯ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি গণমাধ্যমকর্মীদের সংবাদ সম্মেলনে আহ্বান জানালেও, সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের কোনো আয়োজনেই প্রবেশের বা ফুটেজ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।

চারটায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও ৪টা ৪০-এর পর সাংবাদিকদের ভেতরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়, যার ফলে ক্ষুব্ধ সাংবাদিকরা সম্মেলন বর্জন করেন।

ঘটনার দুই দিন পর আজ এক ভিডিওবার্তায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্ষমা চেয়ে বলেন, ‘গত ১০ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল… যখন বাইরে এসে দেখলাম যে আপনাদের উপযুক্ত সম্মান জানানো হয়নি এবং আপনাদের আমন্ত্রণ জানানোর পরও যে ধরণের আমন্ত্রণ রক্ষার কাজ ছিল আমাদের ক্রিকেট বোর্ডের বা আমার, আমরা সেটায় ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’

এ সময় তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন। তিনি বলেন, ‘তবে এটাও আপনাদের কথা দিচ্ছি যে, আমাদের কোন ডিপার্টমেন্টের কারণে এই ব্যর্থতা এসেছে, সেটা আমরা তদন্ত করব এবং যথাযথ ব্যবস্থা নেব।’

তিনি আরও যোগ করেন, ‘এই ক্রিকেটের উন্নয়নে এবং এগিয়ে যাওয়ার অন্যতম বড় একটা স্টেকহোল্ডার হচ্ছেন আপনারাও। ভুল আমরা করেছি, ভবিষ্যতে আমরা চেষ্টা করব এ ধরনের ভুল আর না করতে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সকলই মিলে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।’