ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

লঙ্কান ক্রিকেটাররা নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিরাপত্তা শঙ্কায় পড়েছেন পাকিস্তান সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দলের কয়েকজন সদস্য। সিরিজের মাঝপথেই দেশে ফিরতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তারা। তবে নির্ধারিত সূচি অনুযায়ী খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

গত মঙ্গলবার (১২ নভেম্বর) ইসলামাবাদে ওই হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০ জন আহত হন। এর পর থেকেই সফরকারী লঙ্কান ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে দুই দেশের ক্রিকেট বোর্ড ও নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে জরুরি বৈঠক হয়। সেখানে পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পাওয়ায় সফর চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসএলসি

বোর্ডের এক বিবৃতিতে বলা হয়, কয়েকজন ক্রিকেটার দেশে ফেরার অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সমন্বয় করা হয়েছে। সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো সফরকারী দলের নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতি দিয়েছে।

এসএলসি জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী সফর সম্পন্ন করতে সবাইকে আহ্বান জানানো হয়েছে। তবে কেউ দেশে ফিরতে চাইলে তার পরিবর্তে অন্য খেলোয়াড় পাঠানোর ব্যবস্থা রাখা হবে।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি সরাসরি স্টেডিয়ামে গিয়ে লঙ্কান দলের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি খেলোয়াড়দের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন এবং জানান, পাকিস্তানি সেনাবাহিনী ও রেঞ্জার্সের সদস্যরা সফরকালীন নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন।

উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে ৬ রানে হেরেছে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে। এরপর দুই দল জিম্বাবুয়েকে নিয়ে ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে। তবে নিরাপত্তা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সেই সিরিজও অনিশ্চয়তায় পড়তে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লঙ্কান ক্রিকেটাররা নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান

আপডেট সময় ০৯:৩০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিরাপত্তা শঙ্কায় পড়েছেন পাকিস্তান সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দলের কয়েকজন সদস্য। সিরিজের মাঝপথেই দেশে ফিরতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তারা। তবে নির্ধারিত সূচি অনুযায়ী খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

গত মঙ্গলবার (১২ নভেম্বর) ইসলামাবাদে ওই হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০ জন আহত হন। এর পর থেকেই সফরকারী লঙ্কান ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে দুই দেশের ক্রিকেট বোর্ড ও নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে জরুরি বৈঠক হয়। সেখানে পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পাওয়ায় সফর চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসএলসি

বোর্ডের এক বিবৃতিতে বলা হয়, কয়েকজন ক্রিকেটার দেশে ফেরার অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সমন্বয় করা হয়েছে। সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো সফরকারী দলের নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতি দিয়েছে।

এসএলসি জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী সফর সম্পন্ন করতে সবাইকে আহ্বান জানানো হয়েছে। তবে কেউ দেশে ফিরতে চাইলে তার পরিবর্তে অন্য খেলোয়াড় পাঠানোর ব্যবস্থা রাখা হবে।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি সরাসরি স্টেডিয়ামে গিয়ে লঙ্কান দলের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি খেলোয়াড়দের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন এবং জানান, পাকিস্তানি সেনাবাহিনী ও রেঞ্জার্সের সদস্যরা সফরকালীন নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন।

উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে ৬ রানে হেরেছে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে। এরপর দুই দল জিম্বাবুয়েকে নিয়ে ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে। তবে নিরাপত্তা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সেই সিরিজও অনিশ্চয়তায় পড়তে পারে।