ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রাথমিকের শিক্ষক নিয়োগের, নিয়োগ পাবেন ৪১৬৬ জন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:২৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এই ধাপে ঢাকা ও

গত বুধবার (১২ নভেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, দ্বিতীয় ধাপে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৪ নভেম্বর থেকে এবং চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

এর আগে গত ৫ নভেম্বর প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে দেশের ছয় বিভাগ—রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ—এর জন্য মোট ১০ হাজার ২১৯টি শূন্য পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। ওই ধাপের অনলাইন আবেদন ৮ নভেম্বর শুরু হয়েছে এবং চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

চলতি বছরের ২৮ আগস্ট রাতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরে ৩১ আগস্ট গঠন করা হয় আট সদস্যের ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’। কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্যসচিব নীতি ও পরিচালনা বিভাগের পরিচালক। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরাও এতে অন্তর্ভুক্ত আছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রাথমিকের শিক্ষক নিয়োগের, নিয়োগ পাবেন ৪১৬৬ জন

আপডেট সময় ১১:২৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এই ধাপে ঢাকা ও

গত বুধবার (১২ নভেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, দ্বিতীয় ধাপে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৪ নভেম্বর থেকে এবং চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

এর আগে গত ৫ নভেম্বর প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে দেশের ছয় বিভাগ—রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ—এর জন্য মোট ১০ হাজার ২১৯টি শূন্য পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। ওই ধাপের অনলাইন আবেদন ৮ নভেম্বর শুরু হয়েছে এবং চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

চলতি বছরের ২৮ আগস্ট রাতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরে ৩১ আগস্ট গঠন করা হয় আট সদস্যের ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’। কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্যসচিব নীতি ও পরিচালনা বিভাগের পরিচালক। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরাও এতে অন্তর্ভুক্ত আছেন।