গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–৩ (দশমিনা–গলাচিপা) আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
গত মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।
ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, এই নির্বাচনে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আসন–সমঝোতা নিয়ে আলোচনা করছি। কিন্তু দেখা যাচ্ছে, আঞ্চলিক পর্যায়ের কিছু নেতৃবৃন্দের অতিউৎসাহী ভূমিকার কারণে জাতীয় ঐক্য ক্ষতির মুখে পড়ছে। জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্ট হলে দেশে আরেকটি সংকট তৈরির পাঁয়তারা শুরু হবে—আমরা সেই ফাঁদে পা দেব না।
এই দেশের ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ জুলাই–আগস্টে আন্দোলন–সংগ্রাম করেছে; বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে জীবন দিয়েছে। সারা দেশে দুই সহস্রাধিক ছাত্র–যুবক–তরুণ প্রাণ দিয়েছে কেবল ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য—একটি স্বৈরাচারী, কর্তৃত্ববাদী শাসন থেকে মানুষের অধিকার ফেরানোর জন্য। আমরা সেই লড়াইয়ে বিজয়ী হয়েছি।
নুর আরও বলেন, আমি সবাইকে সতর্ক করে বলতে চাই—শেখ হাসিনার মতো প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী, যার ইশারায় পুরো দেশ উঠেছে–বসেছে। গত ১৬ বছরে তিনি খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ নেতাদের কারাবন্দি করেছেন, জামায়াতের কয়েকজন নেতাকে ফাঁসিতে দিয়েছেন, পুরো বাংলাদেশকে কঠোর নিয়ন্ত্রণে রেখেছেন।
জুলাই–আগস্টে দুই হাজার ছাত্র–জনতার হত্যাকাণ্ডসহ গত ১৬ বছরে সাড়ে পাঁচ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষকে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। অবশেষে আদালত সেই প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মিলন মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজান হাওলাদার, জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক আবু কালামসহ অন্যান্য নেতারা।

স্টাফ রিপোর্টার 























