গাজীপুরের শ্রীপুরে যুবদল নেতার মালিকানাধীন একটি ঝুটগুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়ে মারা গেছে তিনটি গরুও।
গত মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাওনা–শ্রীপুর আঞ্চলিক সড়কের বকুলতলা এলাকায় নাকিব স্পিনিং মিলের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গুদামটির মালিক সারোয়ার হোসেন শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালায়। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। পরে সেখানে ডাম্পিংয়ের কাজ শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, হঠাৎ আগুনের খবর ছড়িয়ে পড়লে সবাই বাইরে বের হয়ে দেখতে পান গুদামে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। তাদের প্রাথমিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আসায় দ্রুত তা বড় আকার ধারণ করে।
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের দুটি এবং শ্রীপুর স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ তদন্ত শেষে জানা যাবে বলেও তিনি জানান।
গুদামমালিক সারোয়ার হোসেন বলেন, কীভাবে আগুন লাগল, তা তিনি বুঝতে পারছেন না। আগুনে তার ১০০ টনেরও বেশি ঝুট পুড়ে গেছে।

ডিজিটাল রিপোর্ট 























