রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেইট সংলগ্ন একটি রেস্তোরাঁয় রাতের খাবার খাওয়ার সময় ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে মুখোশধারী একদল ব্যক্তির হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে কাজলা ক্যান্টিনে এ ঘটনা ঘটে। হামলাকারীরা দেশি অস্ত্র ব্যবহার করে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর মধ্যরাতে আহত শিক্ষার্থীদের সহপাঠীরা দোষীদের শাস্তির দাবিতে কাজলা গেইটে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এর মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, মুখে কাপড় বেঁধে এবং হেলমেট পরে কয়েকজন শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। এ সময় পুলিশের কার্যক্রম সন্তোষজনক ছিল না।
উদ্ধার হওয়ার পর শিক্ষার্থী তাহমিদ আহমেদ বখশী বলেন, রেস্তোরাঁর সামনে আমাকে পিটিয়ে রিকশায় তুলে সুইট মোড়ের দিকে নিয়ে যায়। পরে অন্ধকার জায়গায় বসিয়ে বিভিন্ন প্রশ্ন করে। এরমধ্যে একটি ফোন আসে এবং কেউ বলে, ‘আসলটাকে পেয়েছি।’ আমি বলি যে আমি ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট নই। পরে তারা আমাকে কাজলার মোল্লা স্কুলের কাছে ফেলে চলে যায়। মুখ বাঁধা থাকায় কাউকে চিনতে পারিনি।
আহত শিক্ষার্থী মিনহাজ রহমান বলেন, আমি ক্যান্টিনে খাবার নিতে গিয়েছিলাম। এসময় কয়েকজন একজনকে মারধর শুরু করলে আমি ঠেকাতে গেলে আমাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, ঘটনার বিষয়ে পুলিশ অভিযানে নেমেছে। পরে বিস্তারিত জানানো হবে।

ডিজিটাল রিপোর্ট 

























