আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন কোনো ধরনের ঝামেলা ছাড়াই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।
গত মঙ্গলবার (২৫ নভেম্বর) আজিমপুর ছাপড়া মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর আশরাফ আলী আজমকে সংবর্ধনা দেওয়ার আয়োজনে তিনি এ মন্তব্য করেন।
মীর নেওয়াজ আলী আরও বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী রয়েছে। “কোনো অবস্থাতেই নির্বাচন ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, এমন আশঙ্কাও দেখি না,” মন্তব্য করেন তিনি।
সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর আশরাফ আলী আজম।
সভায় আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য ও চকবাজার থানা সাবেক কমিশনার আনোয়ার পারভেজ বাদল, ২৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবদুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহমান, আজিমপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ রিজু, লালবাগ থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন স্বপন, লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেসার উদ্দিন রাব্বি, লালবাগ থানা বিএনপির ২৩ নং ওয়ার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাসেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

ডিজিটাল ডেস্ক 
























