বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের “এ ব্লক” এর চতুর্থ তলায় আকস্মিকভাবে আগুনের সূত্রপাত ঘটে। ধোঁয়া দেখে সেখানে কর্তব্যরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা দ্রুত এগিয়ে আসেন এবং আগুন নেভানোর কাজে তাৎক্ষণিকভাবে অংশ নেন।
গত বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।
ধোঁয়া মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়লেও তাদের সাহসী ও দ্রুত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় অগ্নিকাণ্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি।
ঘটনার পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনসার সদস্যদের তৎপরতা ও সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং সকলকে ধন্যবাদ জানান

ডিজিটাল ডেস্ক 
























