মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া “২৫টি রিক্রুটিং এজেন্সির” একটি তালিকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নজরে এসেছে। মন্ত্রণালয় এই বিষয়ে বিভ্রান্ত না হতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে।
গত সোমবার (১ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মালয়েশিয়ান সরকার কর্তৃক বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন প্রদান করা হয়েছে; মর্মে একটি সংবাদ প্রচারিত হচ্ছে । তবে রিক্রুটিং এজেন্সি অনুমোদন সংক্রান্ত কোনও তথ্য মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কুয়ালালামপুরের বাংলাদেশ হাই-কমিশন বা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে জানানো হয়নি।
তাই, এই তালিকা দেখে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

ডিজিটাল ডেস্ক 























