নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্রসহ ৩০ প্রার্থী জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াজ মোল্লা, বাংলাদেশ রিপাবলিক পার্টি আবু হানিফ হৃদয়, বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. হাবিবুল্লাহ।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসন জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী মোহাম্মদ মমিনুল হক, মো. শাহ আলম, স্বতন্ত্র প্রার্থী কাজী মো. জহিরুল ইসলাম, খেলাফত মজলিশের ইলিয়াছ আহম্মেদ, বিএনপির মোহাম্মদ আলী, বাসদের সেলিম মাহমুদ, স্বতন্ত্র সেলিম রেজা শাওন, বাংলাদেশ রিপাবলিক পার্টি আবু হানিফ হৃদয়, খেলাফত মজলিশ আনোয়ার হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী সুরাইয়া তাবাসসুম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. ইসমাইল হোসেন কাউসার, বিএনপির নামে মনোনয়ন নিয়েছেন মো. সুরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী কবির হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব শেখ মো. মশিউর।
নারায়ণগঞ্জ-৫ (সদর -বন্দর) মুক্তি জোটের মনোনীত প্রার্থী এইচ এম আমজাদ হোসেন মোল্লা, খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাকসুদ হোসেন, নারগিস আক্তার, সমাজতান্ত্রিক দল (বাসদ), আবু নাঈম খান বিপ্লব, বিপ্লবী ওয়াকার্স পার্টির মাহমুদ হোসেন, ইসলামী আন্দোলনের বাংলাদেশের মাছুম বিল্লাহ।

ডিজিটাল ডেস্ক 






















