ময়মনসিংহ , সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তারেক রহমান এভারকেয়ারে মাকে দেখতে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:০০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মাকে দেখে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে তিনি স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য থেকে পরিবার নিয়ে দেশে ফেরেন তারেক রহমান।

বিমানবন্দর থেকে তিনি যোগ দেন ঢাকার ৩০০ ফুট সড়ক এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে গিয়ে মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যান তারেক রহমান।

পরের দিন ভোটার হওয়ার কাজ সারতে ইসিতে যান তারেক রহমান। সেখানে যাওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান শরীফ ওসমান হাদিকে শ্রদ্ধা জানাতে। এরপর বিকালে যান শ্বশুরবাড়িতে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে’ স্থানান্তর করা হয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যা।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা সম্পর্কে বলেছে, “গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা পরিলক্ষিত হয়। তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে চিকিৎসা দেওয়া হয়।

“কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ‘ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে’ নেওয়া হয়।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান এভারকেয়ারে মাকে দেখতে

আপডেট সময় ০৯:০০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মাকে দেখে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে তিনি স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য থেকে পরিবার নিয়ে দেশে ফেরেন তারেক রহমান।

বিমানবন্দর থেকে তিনি যোগ দেন ঢাকার ৩০০ ফুট সড়ক এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে গিয়ে মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যান তারেক রহমান।

পরের দিন ভোটার হওয়ার কাজ সারতে ইসিতে যান তারেক রহমান। সেখানে যাওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান শরীফ ওসমান হাদিকে শ্রদ্ধা জানাতে। এরপর বিকালে যান শ্বশুরবাড়িতে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে’ স্থানান্তর করা হয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যা।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা সম্পর্কে বলেছে, “গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা পরিলক্ষিত হয়। তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে চিকিৎসা দেওয়া হয়।

“কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ‘ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে’ নেওয়া হয়।”