দেশের মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে মোট ছুটি নির্ধারণ করা হয়েছে ৬৪ দিন, যা চলতি বছরের তুলনায় ১২ দিন কম। ২০২৫ সালে বিদ্যালয়গুলোয় বার্ষিক ছুটি ছিল ৭৬ দিন।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ ছুটির তালিকা প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সাবিনা ইয়াসমিন।
রমজান ও ঈদের ছুটি কমেছে
২০২৬ সালে চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। তবে ছুটির তালিকা অনুযায়ী রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। সেই হিসাবে ২১ রমজান পর্যন্ত বিদ্যালয় খোলা থাকার সম্ভাবনা রয়েছে।
২০২৬ শিক্ষাবর্ষে উল্লেখযোগ্য ছুটিগুলো হলো– পবিত্র রমজান, শবেকদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৮ থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ১৯ দিন ছুটি। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ দিন। দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন এবং শীতকালীন অবকাশ ও যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন ছুটি।
নতুন করে যেসব ছুটি যুক্ত হয়েছে
এবার পবিত্র শবেবরাত, বৈসাবি উৎসব ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক দিন করে ছুটি রাখা হয়েছে, যেগুলো আগে তালিকাভুক্ত ছিল না।
শিক্ষা-সংশ্লিষ্টদের মতে, পাঠদান কার্যক্রম জোরদার করতেই ছুটি কমানো হয়েছে। তবে রমজান মাসে বিদ্যালয় খোলা রাখা এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় দিবসে ছুটি না থাকায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ডিজিটাল ডেস্ক 























