ময়মনসিংহ , শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা বগুড়া-৬ আসনে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের বিচার দাবিতে ময়মনসিংহে স্বামীর সংবাদ সম্মেলন পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের ফলাফল ঘোষণা” করলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মেক্সিকো ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন ডিএসসিসি নতুন ওয়ার্ডের অবকাঠামো-ড্রেনেজ ব্যবস্থার কাজ করবে সামুরাইসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার রায়েরবাজারে আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই-সিদ্ধান্ত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘পোস্টাল ভোট বিডি’ ১২ লাখ ২৫ হাজার অ্যাপে নিবন্ধন ছাড়াল

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ১২ লাখ ২৫ হাজারের বেশি ভোটার। শুক্রবার বেলা ২টায় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ২টা পর্যন্ত মোট নিবন্ধন সংখ্যা ১২ লাখ ২৫ হাজার ৩৩ জন। এর মধ্যে

  • পুরুষ ভোটার: ১০ লাখ ৫৬ হাজার ৭০৮ জন

  • মহিলা ভোটার: ১ লাখ ৬৮ হাজার ৩২৩ জন

নিবন্ধনকারী ভোটারদের মধ্যে বাংলাদেশ থেকেই সর্বোচ্চ ৫ লাখ ৩৫ হাজার ২৬৩ জন আবেদন করেছেন। বাকি ভোটাররা বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন।

এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যবস্থায়—

  • প্রবাসী বাংলাদেশি ভোটার

  • ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী

  • আইনি হেফাজতে থাকা ভোটাররা

ভোট দিতে পারবেন। এ জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক।

ইসি জানায়, গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।

নিবন্ধন অনুমোদিত হলে ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটার ব্যালটে ভোট দিয়ে নির্ধারিত ফিরতি খামে তা আবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

বাংলাদেশ ছাড়াও যেসব দেশে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন চলছে, তার মধ্যে রয়েছে— সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, ভুটান, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ইথিওপিয়া, নাইজেরিয়া, কেনিয়া, তানজানিয়া, মরক্কো, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, তাইওয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশ।

ইসি কর্মকর্তারা জানান, আগের পোস্টাল ব্যালট ব্যবস্থা কার্যকর না হওয়ায় এবার প্রযুক্তিনির্ভর পদ্ধতি চালু করা হয়েছে। এতে প্রবাসী ও দায়িত্বপ্রাপ্ত ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রাথমিকভাবে ৫০ লাখ ভোটারকে সম্পৃক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

‘পোস্টাল ভোট বিডি’ ১২ লাখ ২৫ হাজার অ্যাপে নিবন্ধন ছাড়াল

আপডেট সময় ০৯:০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ১২ লাখ ২৫ হাজারের বেশি ভোটার। শুক্রবার বেলা ২টায় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ২টা পর্যন্ত মোট নিবন্ধন সংখ্যা ১২ লাখ ২৫ হাজার ৩৩ জন। এর মধ্যে

  • পুরুষ ভোটার: ১০ লাখ ৫৬ হাজার ৭০৮ জন

  • মহিলা ভোটার: ১ লাখ ৬৮ হাজার ৩২৩ জন

নিবন্ধনকারী ভোটারদের মধ্যে বাংলাদেশ থেকেই সর্বোচ্চ ৫ লাখ ৩৫ হাজার ২৬৩ জন আবেদন করেছেন। বাকি ভোটাররা বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন।

এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যবস্থায়—

  • প্রবাসী বাংলাদেশি ভোটার

  • ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী

  • আইনি হেফাজতে থাকা ভোটাররা

ভোট দিতে পারবেন। এ জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক।

ইসি জানায়, গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।

নিবন্ধন অনুমোদিত হলে ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটার ব্যালটে ভোট দিয়ে নির্ধারিত ফিরতি খামে তা আবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

বাংলাদেশ ছাড়াও যেসব দেশে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন চলছে, তার মধ্যে রয়েছে— সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, ভুটান, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ইথিওপিয়া, নাইজেরিয়া, কেনিয়া, তানজানিয়া, মরক্কো, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, তাইওয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশ।

ইসি কর্মকর্তারা জানান, আগের পোস্টাল ব্যালট ব্যবস্থা কার্যকর না হওয়ায় এবার প্রযুক্তিনির্ভর পদ্ধতি চালু করা হয়েছে। এতে প্রবাসী ও দায়িত্বপ্রাপ্ত ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রাথমিকভাবে ৫০ লাখ ভোটারকে সম্পৃক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।