লন্ডন বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমদ ১৬১ নেত্রকোনা -৫ (পূর্বধলা) আসনে বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারের পক্ষে ঘাগড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নারী-পুরুষ সবার কাছে ভোট প্রার্থনা করলেন এবং জনসাধারণের মাঝে দেশনায়ক তারেক রহমানের ৩১দফার বাস্তবায়ন সম্পর্কে গুরুত্বারোপ করেন।
বিজ্ঞ এ আইনজীবী আরও বলেন, আসন্ন ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং কেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দিবেন সেই সাথে অন্য ভোটারদেরও ধানের শীষে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন।
তিনি আরও বলেন,আপনাদের রায়ে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারে মহিলাদের জন্য একটি করে ফ্যামেলি কার্ড প্রদান করা হবে, ফ্যামেলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে ভাতা প্রদান করা হবে।
মওদুদ আরও বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সারাদেশে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে।
ভোটারদের সঙ্গে আলাপকালে মওদুদ আহমদ এসব কথা বলেন। নির্বাচনী প্রচারণায় তার সাথে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আলতাফ হোসেন আকন্দ, আহবায়ক কমিটির সাবেক সদস্য মোঃ সোহেল মিয়া,জিয়া মঞ্চের আহবায়ক কমিটির সদস্য মোঃ আল-আমীন,উপজেলা যুবদল নেতা আয়ুব খান, যুবনেতা আবুল কালাম সহ প্রমুখ

মোঃ নজরুল ইসলামঃ 



















