মালয়ালম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পার্বতী থিরুবতু সম্প্রতি তার শৈশব ও কৈশোরের এক ভয়ংকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। ‘দ্য মেল ফেমিনিস্ট’ নামের পডকাস্টে তিনি জানান, ছোটবেলায় এক অচেনা ব্যক্তির হাতে জনসমক্ষে শারীরিক লাঞ্ছনার শিকার হন। পার্বতীর ভাষায়, মুহূর্তটিতে তিনি হতভম্ব হয়ে পড়েন, শারীরিক ব্যথার সঙ্গে মানসিকভাবেও ভেঙে পড়েন।
পার্বতী বলেন, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বেড়ে ওঠার সময় এমন অভিজ্ঞতা বহু নারীর দৈনন্দিন জীবনের অংশ। শৈশবের এই স্মৃতি পরে জীবনে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে এবং ব্যক্তির নিরাপত্তাবোধ ও শরীরের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করে।
শিশুকাল থেকেই পার্বতীর মা তাকে রাস্তায় কীভাবে হাঁটতে হবে, সতর্ক থাকতে হবে এবং নিজেকে আড়ালে রাখতে হবে—এসব শিখিয়েছিলেন। অভিনেত্রী উল্লেখ করেন, শিশুদের নিরাপদ থাকতে এমন ‘নিয়ম’ শেখাতে হয়, যা স্বয়ং একটি উদ্বেগজনক বাস্তবতা।
শুধু শৈশব নয়, কৈশোরেও পার্বতীকে একই ধরনের হয়রানির সম্মুখীন হতে হয়েছে। ১৭ বছর বয়সে পরিচিত একজনের কাছ থেকে তিনি নির্যাতনের শিকার হন। পার্বতীর মতে, প্রায়শই ভালোবাসা বা স্নেহের আড়ালে এই আচরণকে স্বাভাবিক বলে দেখানো হয়, বিশেষ করে যখন কিশোর–কিশোরীরা সম্মতির প্রকৃত অর্থ বোঝার আগেই এসবের মুখোমুখি হয়।
পার্বতী বলেন, এসব অভিজ্ঞতা বুঝতে, বিশ্লেষণ করতে ও মানসিকভাবে মেনে নিতে তার প্রায় ৩০ বছর লেগেছে। এই দীর্ঘ আত্ম-অনুসন্ধানই তাকে আজকের পার্বতী থিরুবতু হিসেবে গড়ে তুলেছে।
পার্বতী থিরুবতুকে এর আগে ‘টেক অফ’, ‘চার্লি’, ‘ব্যাঙ্গালোর ডেজ’, ‘মারিয়ান’, ‘করিব করিব সিঙ্গল’সহ একাধিক প্রশংসিত ছবিতে দেখা গেছে। সম্প্রতি তিনি ‘দ্য স্টর্ম’ সিরিজে কাজ করেছেন, যা হৃতিক রোশনের প্রযোজনা সংস্থার প্রথম প্রযোজনা এবং প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। সিরিজটি পরিচালনা করেছেন অজিত পাল সিং।

ডিজিটাল ডেস্ক 






















