বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের শুরা সদস্য ডা. সুলতান আহমদ বলেছেন, বিএনপিতে যত ‘রাজাকার’ ও ‘পাকিস্তানপন্থী’ লোক আছে, জামায়াতে ইসলামীতে তার দশ ভাগের এক ভাগও নেই। তিনি তারেক রহমানের একটি বক্তব্যকে ‘একান্ত ভুল’ বলেও মন্তব্য করেন।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী বাজারসংলগ্ন এলাকায় জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. সুলতান আহমদ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের শুরা সদস্য।
বক্তব্যে তিনি বলেন, ‘আপনাদের নেতা তারেক জিয়া, আমরা শ্রদ্ধা করি। জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে। প্রথম বক্তৃতাই সিলেট থেকে যেটা শুরু করেছেন, একান্ত ভুল। তারা বলেছে, জামায়াতে ইসলামী ৭১ সালে এই করেছে, সেই করেছে। তার এই কথাটা ঠিক হয়নি। আপনাদের দলে যত রাজাকার আছে, আপনাদের দলে যত পাকিস্তানপন্থী লোক আছে, জামায়াতে ইসলামীতে তার দশ ভাগের এক ভাগও নাই।’
ডা. সুলতান আহমদ আরও বলেন, বিএনপি নেতৃত্বের সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় ও যোগাযোগের কথাও তিনি উল্লেখ করতে চান। তার ভাষায়, ‘জামায়াতের যখন বসার জায়গা ছিল না, স্ট্যান্ডিং কমিটির বৈঠকও আমার বাসায় হতো। ফখরুল সাহেব দুবার সেই মিটিংয়ে এটেন্ড করার জন্য আমার বাসায় এসেছেন… সেই বন্ধুত্ব আমাদের। কাজেই ভুল কইরেন না। আজকে আপনারা ভুল কথা বলতেছেন।’
বক্তব্যের আরেক অংশে তিনি পাথরঘাটা এলাকার মানুষের প্রসঙ্গ টেনে বলেন, তিনি নাম উল্লেখ করতে চান না, তবে বরগুনা জেলায় কারা সবচেয়ে বেশি পাকিস্তানপন্থী ছিলেন—এ বিষয়ে ‘বুড়া মানুষরা জানেন’ বলেও মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, ‘ভুল-শুদ্ধ সেই ব্যাখ্যায়’ তিনি যেতে চান না।

ডিজিটাল রিপোর্ট 



















