এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ইএফটি ব্যবস্থায় পাঠানোর লক্ষ্যে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
গত রোববার (২৫ জানুয়ারি) জারি করা নির্দেশনায় এ সংক্রান্ত বিস্তারিত জানানো হয়।
এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে এমপিও কার্যক্রমে ব্যবহৃত নিজস্ব আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমের এমপিও–ইএফটি মডিউলে লগইন করে বিল সাবমিট করতে হবে। প্রতিটি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য বিধিমোতাবেক প্রাপ্য এমপিও অর্থ নির্ধারণ করে আলাদাভাবে বিল দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশি জানায়, ইএফটির মাধ্যমে এমপিও অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে বেতন প্রেরণে জটিলতা তৈরি হলে কিংবা অতিরিক্ত অর্থ পাঠানো হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।
এ ছাড়া নির্দেশনায় উল্লেখ করা হয়, শুধু আইবাসে যাচাইয়ের মাধ্যমে বৈধ হিসেবে চিহ্নিত জনবলের তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য ভুল রয়েছে, সেগুলো সংশোধন ও যাচাই শেষে বৈধ হলে পরবর্তীতে বিল সাবমিটের সুযোগ দেওয়া হবে।
এ অবস্থায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন সময়মতো পরিশোধ নিশ্চিত করতে আগামী ২৭ জানুয়ারির মধ্যে বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

ডিজিটাল ডেস্ক 























