যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় একটি ব্যক্তিগত জেট বিমানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে বিধ্বস্ত হওয়া ওই বিমানে আটজন আরোহী ছিলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। তবে দুর্ঘটনায় আরোহীদের ভাগ্যে কি ঘটেছে ও তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর রয়টার্সের
এফএএ জানায়, রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা ৪৫ মিনিটের দিকে দেশটির অঙ্গরাজ্যের মেইনের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোফ্যান জেট বম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ দুর্ঘটনায় পড়ে। সংস্থাটি জানিয়েছে, ঘটনার তদন্ত দ্রুত শুরু করা হবে।
দুর্ঘটনার কিছু আগে বিমানবন্দরে হালকা তুষারপাত শুরু হয়েছিল বলে আবহাওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে আবহাওয়া এই দুর্ঘটনার পেছনে কোনো ভূমিকা রেখেছে কি-না, সে বিষয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।
দেশটির সরকারি কর্মকর্তারা জানান, বিমানটি টেক্সাস থেকে মেইনে এসেছিল। বিমানের নিবন্ধিত মালিক হিসেবে যে প্রতিষ্ঠানের নাম রয়েছে, তাদের ঠিকানা টেক্সাসের হিউস্টনে অবস্থিত। আর এই ব্যক্তিগত ক্ষতিপূরণ বিষয়ক আইন সংস্থা আর্নল্ড অ্যান্ড ইটকিন-এর ঠিকানার সঙ্গে মিল রয়েছে।
এফএএ-এর নথি অনুযায়ী, বিমানটি ২০২০ সালের এপ্রিল মাসে কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার তদন্তে এফএএ-এর সঙ্গে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) অংশ নেবে বলে জানানো হয়েছে।

ডিজিটাল ডেস্ক 























