নীলফামারীর ডিমলা উপজেলার সাবেক চেয়ারম্যান তবিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। তবিবুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও দুইবারের উপজেলা চেয়ারম্যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিমলার কুটিরডাঙ্গা এলাকায় জমি দখল করে বালু উত্তোলন, হামলা ও চাঁদাবাজির অভিযোগে ২০ সেপ্টেম্বর একটি মামলা করা হয়। বাদী আনিছুর রহমান ৭৪ জনের নাম উল্লেখ করে মামলায় আরও অজ্ঞাত ৩০০ জনকে অভিযুক্ত করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তবিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।