উচ্চশিক্ষার জন্য অনেকেই শিক্ষার্থী এখন ইউরোপের বিভিন্ন দেশে যেতে যায়। এর মধ্যে অন্যতম সুইডেন। বিশ্বখ্যাত বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে দেশটিশে। এছাড়াও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপের সুযোগ দেয় সুইডেন। দেশটির সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালসের (এসআই স্কলারশিপ) আওতায় নির্বাচিতদের এই স্কলারশিপ দেয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের ৩১টি দেশের শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা: জীবনযাত্রার ব্যয় বহনের জন্য মাসে ১২ হাজার সুইডিশ ক্রোনা (বাংলাদেশি প্রায় ১ লাখ ৩৩ হাজার ৩২৬ টাকা) দেবে। স্বাস্থ্যবিমা প্রদান করবে। ভ্রমণের জন্য ১৫ হাজার ক্রোনা অনুদান দেবে। এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ লাভের সুযোগ, যা শক্তিশালী নেটওয়ার্ক গঠনের সুযোগ করে দেয়।
আবেদনের যোগ্যতা: বাংলাদেশের নাগরিক হতে হবে। স্নাতক ডিগ্রি ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। প্রথম শ্রেণির সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন হতে হবে। যে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করবেন, তা অবশ্যই এসআই স্কলারশিপের জন্য যোগ্য হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: সিভি (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)। লেটারস অব রেফারেন্স। কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র। বৈধ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি। মোটিভেশনাল লেটার।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা সুইডিশ ইনস্টিটিউটের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫।