আব্দুর রশিদ:
নীলফামারীর ডোমার থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৯ বোতল নিষিদ্ধ ফেনসিডিল সহ মোঃ আব্দুর রহিম (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৬ই ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব চিকনমাটি সরকারপাড়া গ্রামের পুরাতন জামে মসজিদ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ইউনিকর্ন হোন্ডা মোটরসাইকেল সহ ৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত মোঃ আব্দুর রহিম লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী এলাকার মোঃ হিরন আলীর পুত্র।
বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, আটককৃত যুবকের কাছে ৮৯ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তাকে আজ শনিবার (১৭ই ফেব্রুয়ারী) জেলা আদালতে সোপর্দ করা হয়।