চট্টগ্রাম নগরের কর্নেলহাট সিডিএ আাবাসিকের পদ্মপুকুর এলাকার তিনটি আসবাব কারখানা পুড়ে গেছে গতকাল গভীর রাতে। এ সময় আশপাশের বেশ কয়েকটি ভবনও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
চট্টগ্রাম নগরের কর্নেলহাট সিডিএ আবাসিকের পদ্মপুকুর এলাকার তিনটি আসবাব কারখানা আগুনে পুড়ে গেছে। দাহ্য পদার্থ থাকার কারণে আগুন তীব্র হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এ ছাড়া আগুনে পাশের একটি পাঁচতলা ভবনের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। আজ সোমবার সকাল সাতটায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, গতকাল রাত দুইটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুনে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ সকাল সাতটার দিকে সরেজমিন দেখা যায়, আগুন নেভার পর সেখানে বিভিন্ন স্থানে পোড়া আসবাব ছড়িয়ে আছে। স্থানীয় লোকজন কারখানার টিনগুলো টেনে একপাশে এনে জড়ো করছেন। পাশের পাঁচতলা ভবনের বাইরের দেয়াল আগুনে ঝলসে কালো হয়ে গেছে। সব কাচ ভেঙে মাটিতে পড়েছে।
আসবাব কারখানায় রাসায়নিক রাখা ছিল বলে আগুন বেশি ভয়াবহ হয়ে যায়। কারখানার দিকে থাকা ভবনের সব কটি কাচ ভেঙে গেছে।

স্টাফ রির্পোটার 

























