রাসেদ বিল্লাহ চিশতীঃ
নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে ওয়াজ মাহফিল চলাকালীন সময়ে দোকানে দুর্ধর্ষ চরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার সময় সদর উপজেলার গাজীর খেয়া বাজারে জলিল হুন্ডা সার্ভিসিং সেন্টারে এ ঘটনা ঘটে।
মামলা ও স্থানীয় সুত্রে জানাযায়, ঘটনারদিন বাজার মসজিদের আয়োজনে একটি মাহফিল চলছিলো, তখন দোকানদার রাত ৯টার দিকে তার দোকান বন্ধ করে মাহফিলে অংশ গ্রহন করেন, সেখানে হুন্ডা সার্ভিসিং দোকানদারের সাথে এলাকার কিছু বখাটে ছেলের সাথে বাকবিতন্ডা হয়, এর সুত্র ধরে দোকান মালিক মাহফিলে থাকার সুবাদে একটি চক্র দোকানটিতে চুরির ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।
দোকান মালিক আবদুল জলিল বলেন, তিনি যখন মাহফিলে বয়ান শুনছিলেন সেখানে এলাকার নাছির উদ্দীনের ছেলে জোবায়ের হোসেন (২২), ইউছুফ আলির ছেলে ফয়সাল (২৩) ও আবদুল সওদাগরের ছেলে রাহান (২১) এর সহিত বাকবিতন্ডার ঘটনা ঘটে, পরে এলাকার লোকজন তাদেরকে সতর্ক করে সেখান থেকে সরিয়ে দেন, দোকানী না এসে মাহফিলে ঢুকে পড়লে এই সুযোগে অভিযুক্তরা রাত সাড়ে ১১ টায় দোকানের সার্টার ও তালা ভেঙে দোকানে ঢুকে দুটি মোটরসাইকেল এবং দোকানে থাকা কিছু পার্টস্ নিয়ে পালিয়ে যায়, অন্যদিকে যাওয়ার সময় দোকানে থাকা আরো কিছু গাড়ি ভাংচুর করে, এতে তার প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন।
নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। একজন এসআইকে তদন্তের জন্য দ্বায়িত্ব দেওয়া হয়েছে, আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।