বান্দরবানের লামায় আওয়ামী লীগের কতিপয় নেতা-কর্মী ঝটিকা মশাল মিছিল করেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ী অঞ্চল পাগলীর আগা নামক এলাকায় আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন মেম্বারের নেতৃত্বে এ মিছিল বের হয়।
খবর পেয়ে পুলিশ অভিযান চালালে নেতা-কর্মীরা পালিয়ে যায়।
ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফছিয়ল আলম বলেন, বিশটির অধিক মামলার পলাতক আসামি ২ নং ওয়ার্ডের মেম্বার কুতুব উদ্দিনের নেতৃত্বে কিছু ডাকাত শ্রেণির মানুষ রাতের আঁধারে ঝটিকা মিছিল করেছে।