কখনো রাজনীতি করেননি বলে দাবি করেছেন রাজধানীর বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় বাড্ডা থানা শ্রমিক লীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার পিন্টু।
এই মামলায় শুনানিকালে তিনি এই দাবি করেন। শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানি চলাকালে এই নেতা আদালতে দাবি করেছেন, তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নিউজ করে দুই মাস জেল খেটেছেন। তিনি কখনো রাজনীতি করেননি। অথচ এখন তাকে শ্রমিক নেতা বানিয়ে মামলা দেওয়া হয়েছে।
পিন্টু আদালতকে উদ্দেশ্য করে বলেন, আমি গরিব মানুষ। আমার তিন সন্তান। তাদের দেখার কেউ নাই। আমার প্রতি অবিচার করা হচ্ছে।
এসব মামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই৷
মামলা সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটো রিকশাচালক হাফিজুল শিকদার। ওইদিন বিকেল ৩টায় আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় তার পরিবার গত ২১ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করেন।