অনলাইন নিউজ-
মারা গেছেন ভারতের পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রণদীপ সিং ভাঙ্গুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। অভিনেতার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে রণদীপের পরিবার ও সহকর্মীরা। হতবাক তার অনুরাগীরাও।রণদীপ ভাঙ্গুরের মৃত্যুর খবর প্রথম ফেসবুকে পোস্ট করেন তার সহ-অভিনেতা করমজিৎ আনমোল। রণদীপের মৃত্যুর খবর শেয়ার করে করমজিৎ লেখেন, ‘ঈশ্বর তার পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দিন। কীভাবে রণদীপ ভাঙ্গুরের মৃত্য়ু হল তা জানা যায়নি।
রণদীপ ভাঙ্গুরের মৃত্য়ুর খবর ছড়িয়ে পড়তেই পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির অসংখ্য তারকা শোক প্রকাশ করেছেন। অভিনেতা করমজিৎ আনমোল, মালকিত রাউনি এবং গুরপ্রীত কৌর ভাঙ্গুর সকলেই নিজস্ব সোশ্যাল মিডিয়ায় রণদীপের আত্মার শান্তি কামনা করেছেন।পিটিসি নিউজের প্রতিবেদন অনুসারে, পলিউড-এর ফেসবুক পোস্টে এই খারাপ খবরটি শেয়ার করে বলা হয়েছে,‘ভারাক্রান্ত হৃদয়ের সঙ্গে আপনাদের জানাচ্ছি, যে তরুণ অভিনেতা রণদীপ সিং ভাঙ্গুরেরে আকস্মিক ও অকাল মৃত্যু হয়েছে।
অকালপ্রয়াণ ভারতীয় অভিনেতা রণদীপ সিংয়ের
যিনি এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গিয়েছএন। তার শেষকৃত্য রবিবার দুপুর ১২টায় চুহার মাজরা গ্রামের শ্মশানে করা হবে।’বিনোদন দুনিয়ায় রণদীপ সিং ভাঙ্গুরের বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল বলেই জানা যাচ্ছে।