যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ৪০০ ফুট উঁচু সেতু থেকে নিচে পড়েও বেঁচে গেছেন ১৯ বছর বয়সী এক তরুণ। তাঁর পরিচয় প্রকাশ না করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সামান্য চোট পাওয়া ছাড়া ওই তরুণ অক্ষতই রয়েছেন।গত শনিবার যুক্তরাষ্ট্রের অন্যতম লম্বা রেল সেতু হাই স্টিল ব্রিজের নিচের অংশে হাঁটার সময় পড়ে যান ওই তরুণ। সিম্পসন লজিং কম্পানি নামের একটি প্রতিষ্ঠান ১৯২৯ সালে সেতুটি নির্মাণ করে।
গত শতকের পঞ্চাশের দশকের শেষ দিকে সেতুটির ওপরের অংশকে সড়কে রূপান্তর করা হয়।ওয়েস্ট ম্যাসন ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ম্যাথিউ ওয়েল্যান্ডার বলেন, ওই তরুণ সেতুটির নিচের একটি অংশ দিয়ে হাঁটছিলেন। এক পর্যায়ে পিছলে নিচের নদীতে পড়ে যান। অনেকেই এখান দিয়ে হাঁটে।
অক্ষত ৪০০ ফুট উঁচু সেতু থেকে পড়েও