ভোলায় ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী দুই বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে একটি বাস সড়কের পাশের ডোবায় পড়ে যায় এবং অপর বাস সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লাগে। এ ঘটনায় অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মানিকার হাটের উত্তর পাশে ইদারার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে এতে প্রাথমিকভাবে কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা থেকে নাবিল নূর নামের যাত্রীবাহী একটি বাস ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সকাল সাড়ে ১১টার দিকে চরফ্যাশন থেকে প্রিন্স-২ নামের অপর একটি বাস ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুর ১টার দিকে বোরহানউদ্দিনের মানিকা বাজারের উত্তর পাশে ইদারার মোড় এলাকায় একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাস দুটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় একটি বাস সড়কের পাশের ডোবায় পড়ে যায়, অপর বাসটি সড়কের পাশের খুঁটির সঙ্গে সংঘর্ষ।
পরে স্থানীয়রা ডোবায় পড়ে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন। এ ঘটনায় ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছে বলে ধারণা করেন স্থানীয়রা।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল আমিন দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করে , খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল গেছেন। তবে আহতদের সংখ্যা এখনো নিশ্চিত হতে পারেননি।