সিলেট মহানগর পুলিশের কমিশনার (এসএমপি) রেজাউল করিম। হযরত শাহজালাল (রহ.) মাজারে বার্ষিক ওরসকে কেন্দ্র করে অশ্লীলতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন, ।
গত শুক্রবার (১৬ মে) বিকালে বার্ষিক ওরসকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা রেজাউলকরিম বলেন।
রেজাউল করিম বলেন, ‘মাজারের নিরাপত্তার জন্য পুরো এলাকাটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। তাছাড়াও একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা সার্বক্ষণিক তাদের দায়িত্ব পালন করবেন।’
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির চেয়াপারসন উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইসলামী সংগঠনের প্রতিনিধিরা। সংবাদ সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত অনুষ্ঠিত হয়।
আগামী রবিবার (১৮ মে) ও সোমবার (১৯ মে) হযরত শাহজালালের (রহ.) ৭০৬তম বার্ষিক ওরস হবে।
এ ওরসে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ভিড় জমান মাজার প্রাঙ্গণে। এ সময় অনেকে অশ্লীলতায় মেতে ওঠেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।