অনলাইন সংবাদ: অদ্রিতা, পড়ে ব্র্যাক ইউনিভার্সিটির সিক্স সেমিস্টারে। পড়াশোনার পাশাপাশি সে তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর জন্য স্বল্প খরচে খাবার বিক্রী করছে। এতে ব্যাপক সফলতার মুখ দেখতে পেয়েছেন তিনি।
আমাদের দেশে মেয়েদের প্রকাশ্য ব্যবসা করাকে একটু ভিন্ন চোখে দেখা হয়। স্টুডেন্ট থাকা অবস্থায় হলে সেটা তো আরো ডিমোটিভেটিং। অদ্রিতার এই রাস্তার পাশে দাঁড়িয়ে ব্যবসা করাটাকে কেমন চোখে দেখেন তার সহপাঠিরা?
জানা যায়, আদ্রিতার জীবন সংগ্রামের বিস্তর এক ইতিহাস। অনেকটা পারিবারিক চাপে পড়ে নিজের পড়াশোনার ব্যয়ভার নিজেই বহন করতে এবং নিজের পায়ে দাঁড়াতে আদ্রিতা ব্যবসাকে জীবনসঙ্গী হিসেবে বেঁছে নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, আদ্রিতার উদ্যোগ আগামির সম্ভাবনার বাংলাদেশ। আমরা অনেক খুশি এত কম দামে খাবার খেতে পেরে।