আবার বাংলাদেশে ফিরছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী কোচ মোহাম্মদ নাভিদ নেওয়াজ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে তাঁকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে নেওয়াজ বয়সভিত্তিক দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করবেন।আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
তাঁর দুই বছরের চুক্তি শুরু হবে আগামী জুলাই থেকে। ১লা জুলাই নিজের চিরচেনা বাংলাদেশে ফিরবেন এই শ্রীলঙ্কান।এর আগে দুই মেয়াদে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে নাওয়াজের। প্রথম মেয়াদে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ২০১৮ সালের জুলাই থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান।
আবার যুবাদের দায়িত্ব নিয়ে বাংলাদেশে ফিরছেন নেওয়াজ
কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তাঁর হাত ধরে দক্ষিণ আফ্রিকায় ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। এরপর মেয়াদ বাড়িয়ে আরো একটি যুব বিশ্বকাপ পর্যন্ত তাঁকে রেখে দিয়েছিল বিসিবি। যদিও ২০২২ বিশ্বকাপে ভালো করতে পারেনি বাংলাদেশ। চুক্তি নবায়ন না হওয়ায় দেশে ফিরে শ্রীলঙ্কার সহকারী কোচ হিসেবে নিয়োগ পান নাওয়াজ।সর্বশেষ বিশ্বকাপে স্টুয়ার্ট ল’র অধীনে খেলে ভালো ফল না পাওয়ায় আবার নাওয়াজের কাছেই ফিরল বিসিবি।