ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।
তিনি আরও বলেছেন, ‘উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ নেই। যদি দলে থাকতে চায় অবশ্যই উপদেষ্টা পদ ছেড়ে আসতে হবে।