এবারের নির্বাচন যদি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো হয়, তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার জিরো পয়েন্টের পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘নিরপেক্ষ থাকুন, স্বচ্ছ নির্বাচন দিন, সব প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করুন।’
তিনি দাবি করেন, ‘নতুন প্রজন্মের মধ্য থেকেই পরিবর্তনের ধারা শুরু হয়েছে।’
নির্বাচনে ‘কালো টাকার প্রভাব’ বন্ধের আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘যারা শত কোটি টাকা খরচ করে নমিনেশন নিচ্ছে, তাদের উদ্দেশ্য সৎ নয়; তারা নির্বাচিত হলে দুর্নীতি বাড়বে।’
জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা গুটুদিয়া, ডুমুরিয়া, খর্ণিয়া, চুকনগরসহ বিভিন্ন এলাকা ঘুরে শিরোমণি শহীদ মিনার চত্বরে শেষ হয়। পথজুড়ে গ্রামবাসীরা হাত নেড়ে পরওয়ারকে শুভেচ্ছা জানান, আর নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
পথসভায় সভাপতিত্ব করেন হরিণটানা থানা আমীর জি এম আব্দুল গফুর। বক্তব্য দেন খুলনা-১ আসনের প্রার্থী মাওলানা আবু ইউসুফ, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

ডিজিটাল রিপোর্ট 





















